আসসালামুআলাইকুম, কোন ব্যক্তির সম্পদের যাকাত যদি ১০ লক্ষ টাকা হয়, কিন্ত সে যদি কৃপণতা করে ৫ লক্ষ টাকা যাকাত দেয়, তাহলে বাকী যে ৫ লক্ষ টাকা সে যাকাত দেয়নি, সেই ৫ লক্ষ টাকা কি হারাম হয়ে যাবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। যাকাত গরীবের হক। গরীবের হক না দিয়ে কাছে রেখে দিলে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ তায়ালা কুরআন বলেছেন। সুতরাং যাকাতের সম্পদ বা টাকা গরীবদের না দিয়ে রেখে দিলে তা সম্পূর্ণ হারাম হবে।