আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা করলে রাস্তায় সালাতের জন্য যখন বিরতি দেয়, সেটা যদি বাসা থেকে সফর দূরত্বের কম হয় তাহলে কি কসর পড়তে হবে না সম্পূর্ণ? আর সফরের দূরত্বটা কতো?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। বিশ্ববিদ্যালয় থেকে বাসার দূরত্ব যদি ৮০ কিলোমিটার বা তার চেয়ে বেশী হয় তাহলে রাস্তায় কসর করবেন। ৮০ কি.মি. এর কম কম হলে রাস্তায় পূর্ণ সালাত আদায় করবেন। সফরের দূরত্ব হলেও বাসার এলকায় চলে গেলে পূর্ণ সালাত আদায় করবেন।
সফরের দূরত্ব ধরা হয় ৪৮ মাইল বা ৮০ কিলোমিটার।