আসসালামু আলাইকুম শায়খ, আমার আপন বোন বিধবা, তার সেরকম কোন ইনকাম নেই, তবে তার ইসলামী ব্যাংকে ১৫-১৬ লাখ টাকা গচ্ছিত আছে, যেখান থেকে সে যে লাভের অংশ পায়, তা থেকে তার বাড়ি ভাড়া খরচটা ওঠে। এখানে বলে রাখা দরকার যে এই গচ্ছিত টাকার উপরে যে যাকাত হয় সেটা আমার বোন সময় মত আদায় করে।
এছাড়া তার স্বামীর ছোটখাটো কিছু ব্যবসার অংশ থেকে সে কিছু লাভ এখনও পায়, সেগুলোতে তার সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ কোন রকমে যায়, পুরোপুরি হয় না। আমার বোন অথবা তার সন্তানদের কারোরই ভরণপোষণের দায়িত্ব আমি নেইনি।
এমতাবস্থায় আমি জানতে চাচ্ছি আমার এই বোনের ছেলে আমার ভাগিনার একটা কম্পিউটার দরকার সে সেই কম্পিউটার দিয়ে কোডিং ও অন্যান্য আইটি অন্যান্য কাজগুলো শিখতে চাচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য।
আমি কি আমার ভাগিনাকে আমার যাকাতের টাকা থেকে তার কম্পিউটারটা কেনার ব্যবস্থা করে দিতে পারব কিনা কিংবা তাকে কম্পিউটার কিনতে যে টাকাটা লাগে সেই টাকাটা তাকে দিতে পারব কিনা?
ধন্যবাদ, জাযাকাল্লাহ