As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7280

যাকাত

প্রকাশকাল: 12 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়খ, আমার আপন বোন  বিধবা,  তার সেরকম কোন ইনকাম নেই, তবে তার  ইসলামী ব্যাংকে ১৫-১৬ লাখ টাকা গচ্ছিত আছে, যেখান থেকে সে যে লাভের অংশ পায়, তা থেকে তার বাড়ি ভাড়া খরচটা ওঠে। এখানে বলে রাখা দরকার যে এই গচ্ছিত টাকার উপরে যে যাকাত হয় সেটা আমার বোন সময় মত আদায় করে।

এছাড়া তার স্বামীর ছোটখাটো কিছু ব্যবসার অংশ থেকে সে কিছু লাভ এখনও পায়, সেগুলোতে তার সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ কোন রকমে যায়, পুরোপুরি হয় না। আমার বোন অথবা তার সন্তানদের  কারোরই ভরণপোষণের দায়িত্ব আমি নেইনি।

এমতাবস্থায় আমি জানতে চাচ্ছি আমার এই বোনের ছেলে আমার  ভাগিনার একটা কম্পিউটার দরকার সে সেই কম্পিউটার দিয়ে কোডিং ও অন্যান্য আইটি অন্যান্য কাজগুলো শিখতে চাচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য।

আমি কি আমার ভাগিনাকে আমার যাকাতের টাকা থেকে তার কম্পিউটারটা কেনার ব্যবস্থা করে দিতে পারব কিনা কিংবা তাকে কম্পিউটার কিনতে যে টাকাটা লাগে সেই টাকাটা তাকে দিতে পারব কিনা?

ধন্যবাদ, জাযাকাল্লাহ

 

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ধনী মানুষ। ভাগনেকে একটা কম্পিউটার তো মূল টাকা থেকেই দিবেন।  যাকাতের টাকা থেকে কেন দিবেন? শুধু কম্পিউটার নয়, মাঝে মধ্যে জামা-কাপড়, বই-পত্র, হাত-খরচের টাকা, এগুলো আপনি দিবেন। মামা হিসেবে এগুলো আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ তায়ালা তে যাকাত-ফিতরা ছাড়াও দান করতে বলেছেন। তারা অসহায় হওয়ার কারণে তাদেরকে এগুলো উপহার দিবেন, এটাই তো প্রকৃত মুসলিমের পরিচয়। দ্বিতীয়তঃ আপনার ভগ্নিপতি মারা যাওয়ার সাথে সাথে তার সম্পদের একটি অংশ অটোমেটিক আপনার ভাগিনার ভাগে চলে গেছে। বাংকে গচ্ছিত টাকার একটি অংশ ঐ ভাগিনাও পাবে, সুতরাং তাকে যাকাতের টাকা দেয়া যাবে না, যাকাতের টাকা দিয়ে কিছু কিনে দেয়া যাবে না।