As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7277

যাকাত

প্রকাশকাল: 11 May 2025

প্রশ্ন

আসসালামুআলাইকুম, জনৈক প্রবাসী ব্যক্তি প্রবাস থাকা অবস্থায় একটি বাড়ি কিনেছিল।।বাড়িটি কেনার সময় এই নিয়ত করেছিল যে, যতদিন সে প্রবাসে থাকবে ততদিন বাড়িটিতে মেস ভাড়া দিয়ে ইনকাম করবে,তারপর যখন নিজ দেশে চলে যাবে,তখন বাড়িটি বিক্রয় করে চলে যাবে।

(প্রশ্ন)প্রবাসী ব্যক্তির বাড়ি কেনার সময় এমন নিয়ত করায় বাড়িটি কি এখন ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে? বাড়িটির কি যাকাত দিতে হবে?

 

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই নিয়তের কারণে বাড়িটা ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে না। সুতরাং যাকাত দেয়া লাগবে না। ভাড়া থেকে উপার্জিত অর্থের যাকাত দিতে হবে, যদি যাকাতের নেসাব পরিমাণ হয়।