As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7275

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১।কেউ যদি হারাম প্রেমের সম্পর্কে থাকে এবং পরবর্তীতে উভয়ই যদি তাদের ভুল উপলব্ধি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গুনাহ থেকে বের হয়ে আসে, সেক্ষেত্রে কি তাদের গুনাহ মাফ হবে?

২।তারা কি আবার সেই ব্যাক্তিকেই তাদের জন্য হালাল ভাবে উত্তম করে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে পারবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। জ্বী, যে কোন গুনাহ থেকে তওবা করে ফিরে আসলে আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন। সুতরাং এক্ষেত্রেও আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করে দিবেন, যদি তার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাপ কাজ থেকে বিরত হয়ে যায়। ২। এটা শয়তানের চক্রান্ত। শয়তার পূণরায় পাপে লিপ্ত করার জন্য এই ধরণের জালের আশ্রয় নয়। শয়তানের পাতা জালে পা দিলেই আবার পাপ শুরু হয়ে যাবে। সুতরাং এই ধরণের কোন দুআ করা থেকে বিরত থাকা আবশ্যক। দুআ করবে যেন ভাল পাত্র-পাত্রীর সাথে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেন।