As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7273

গুনাহ

প্রকাশকাল: 5 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম।
আমি ও আমার প্রতিবেশি একই ইন্টারনেটের লাইন ব্যাবহার করি। এবং আমি অর্ধেক ও তারা অর্ধেক বিল দেয়। তো, আমার প্রতিবেশীরা নেট দিয়ে কিছু খারাপ ভিডিও ও দেখে। যেমন, ইন্ডিয়ান সিরিয়াল নাটক দেখে। ওসব নাটকে হিন্দুদের শিরক, কুফর ও আরো খারাপ কিছু দেখায়।

আমার প্রশ্ন হলো, আমি যেহেতে তাদেরকে আমার নেটের লাইনে শরিক করেছি এতে কি আমার কোনো গোনাহ হবে? যদি তারা ওসব খারাপ জিনিস দেখে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এখানে যেহেতু তারা তাদের টাকা দিয়ে দেখছে সেহেতু আপনার গোনাহ হবে না। আপনার টাকা দিয়ে তারা যদি দেখতো তাহলে আপনার গোনাহ হতো।