As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7270

বিবাহ-তালাক

প্রকাশকাল: 4 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি ২৬ বছর বয়সী একজন মেয়ে, আমি সামরিক বাহিনী তে চাকরি করি। সামরিক বাহিনী তে যোগদানের পূর্বে আমি জানতাম যে অফিসার হওয়ার পরে মহিলা অফিসার রা ইউনিফর্মের সাথে হিজাব পড়ার পারমিশন পায়। কিন্তু আমি অফিসার হওয়ার পরে জানতে পারি, বিষয়টা এত সহজ নয়, হিজাবের অনুমতি লাভ করতে ন্যূনতম মেজর র‍্যাংকে উন্নীত হতে হয়, নতুবা বিবাহিত হতে হয়। আমি দেড় বছর আগে, আমার পরিবার কে এ বিষয়ে জানাই, এবং আমার পছন্দকৃত একজন সৎ ছেলের বিষয়ে তাদের অবগত করি। ছেলে তখন বেসরকারি চাকরি করতো, তার বাবা মা আমার পরিবারের সাথে সাক্ষাৎ করতে চায় আমাদের বিয়ের বিষয়ে কথা বলার জন্যে। কিন্তু আমার বাবা মা তাদের সাথে দেখা করতে মানা করে দেন, কারণ উনার বাবা মা উনি ছোট থাকতেই তালাক নেন এবং অন্যত্র বিয়ে করেন, পরবর্তীতে উনি উনার নানা নানীর কাছে লালিত পালিত হন। উনার পরিবার ফোনে, এবং সরাসরি আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে চাইলে আমার বাবা মা উনাদের অপমান করেন এবং ছেলেকে দেখতেও চান না। ঘটনার ২ মাস পরে আমার বাবা মারা যান, আমার বাবা হাসপাতালে থাকাকালে আমার কোনো আত্মীয় স্বজন আমাদের সাথে ছিলেন না, শুধুমাত্র আমি, আমার মা, আর আমার বড় বোন ছিলেন। আমি পাত্র হিসেবে যাকে পছন্দ করেছি, একমাত্র পুরুষ হিসেবে, সার্বক্ষনিক ভাবে আমাদের পাশে ছিলেন, আমার বাবা কে রক্ত দিয়েছেন এবং সব ধরণের দায়িত্ব পালন করেছেন। আমার বড় দুলাভাই বিদেশে থাকেন, আমার বড় বোন আমার বাবা মারা যাওয়ার পরে আমার মায়ের ইদ্দতকালীন সময় শেষ হওয়া পর্যন্ত আমাদের বিয়ের ব্যাপার টা স্থগিত রাখেন। আমার মায়ের ইদ্দতকালীন সময় পার হলে আমার মায়ের সাথে আমার বড় বোন আমার সাথে ওই ছেলের বিয়ের সম্পর্কে কথা বললে আমার মা ওই পরিবারে বিয়ে দেয়ার ব্যাপার মানা করে দেন, এবং বলেন যে ওদের ঢাকায় বাড়ি গাড়ি নাই, ছেলে সরকারি চাকরি করেনা, ওখানে উনি বিয়ে দিতে রাজি না। উল্লেখ্য, আমার পছন্দকৃত ছেলেকে, একজন মানুষ হিসেবে, আমার বড় দুই বোন ই যথেষ্ট পছন্দ করেছেন, তিনি আপাতত সরকারি চাকরির পরীক্ষা দেয়ার জন্যে সাময়িক ভাবে বেসরকারি চাকরি থেকে অব্যহতি নিয়েছেন কিন্তু উনার আরো সাইড জব আছে, যেখান থেকে উনি হালাল ভাবে যা উপার্জন করেন, তা আমার ভরোণ-পোষণ এর জন্যে যথেষ্ট। তিনি এবং তার পরিবার আমার দ্রুত হিজাবের পারমিশন পাওয়ার ব্যাপার টা নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং এজন্য দ্রুত সম্ভব আমাকে বিয়ে করতে চান। কিন্তু আমার বড় বোন বলেছেন, যেন উনার সরকারি চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করি, যাতে আম্মুকে রাজি করাতে পারে। আমার হাতে আর একমাস সময় আছে, এরপরে আমার এমন একটি স্থানে পোস্টিং হবে, যেখানে থেকে আমি আগামী দেড় বছরের মধ্যে বিয়ে করার সুযোগ পাবোনা। আমি অফিস টাইম ব্যতীত সর্বদা সবস্থানে পরিপূর্ণ পর্দা মেনে চলি। কিন্তু আমার পরিবারের কারণে আমি বিয়ে করতে পারছি না এবং ইউনিফর্মের সাথে হিজাব পড়ার অনুমতি নিতে পারছি না, এ বিষয়টি আমি মেনে নিতে পারছি না, এ বিষয় নিয়ে আমার মা কে বলতে চাইলে উনি আমার ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র যে কোনো জায়গায় বিয়ে দিতে রাজি এবং সেক্ষেত্রে একমাত্র ক্রাইটেরিয়া ছেলের বাবার পেশা আর সামাজিক স্ট্যাটাস, ছেলের চরিত্র বা দ্বীনদারিতা উনার কনসার্নের বিষয় না। এক মাস পরে আমি যেখানে যাবো সেখানে যাওয়ার আগে বিয়ে না করলে পর্দা মেইনটেইন করতে না পারা সহ, আরো বিভিন্ন ধরণের জটিলতার সম্মুখিন হতে হবে, যা কম বেশি সব মহিলা অফিসার দের ই ভোগ করতে হয়। আমি এ বিষয়ে আমার পরিবার কে বুঝিয়ে বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার পক্ষে চাকরি ছাড়াও সম্ভব নয়, কারণ তার জন্যে যে ক্ষতিপূরণ দিতে হয়, সেই সামর্থ্য আমার নেই।

 এক্ষেত্রে আমার কী করণীয়? 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার মায়ের চিন্তা চেতনা নিম্নমানের। বয়স্ক মানুষের টাকা পয়সার প্রতি লোভ বৃদ্ধি পায় আর তার ধর্মীয় জ্ঞানও শূণ্য পর্যায়ের মনে হচ্ছে। আপনার আরো আগে বিয়ের করা চিন্তা করার দরকার ছিল। মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে এটা ইসলামিক কালচার নয়। বিধর্মীদের কালচার। যাইহোক আপনি অন্য আত্মীয়স্বজনদের নিয়ে দ্রুত বিয়ে করে ফেলুন। আল্লাহর ওপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। শেষ কথা হলো যে কাজই করবেন সেখানে ইসলাম পূর্ণ অনুস্বরণ করার পরিবেশ আছে কিনা আগে দেখবেন। না থাকলে সেখানে কাজ করা কোন মুসলিমের জন্য জায়েজ হবে না।