আমার বিয়ে হয়েছে ১২ বছর।দুই টা সন্তান আছে।আমাদের প্রেমের বিয়ে।আমাদের খুব ভালো সম্পর্ক। খুব হাসিখুশি দম্পতি আমরা।আমারা ছোট বয়সেই বিয়ে করে ফেলি। তার পর দুই জনই দুই পরিবারে থেকেই পড়াশোনা শেষ করি।সে পড়া শোনা শেষ করে চাকরি শুরু করার পর আমাকে ঘরে তোলে।এর মধ্যে সামাজিক আর পারিবারিক ভাবেই অনেক অসুবিধাজনক পরিস্থিতিতে থেকেও ডিপ্লোমা কমপ্লিট করি।আমার অনেক অসুবিধার মধ্যে ছিল আমার স্বামীর পর নারী আসক্তি।আমার সাথে ভালো সম্পর্ক থাকা সত্বেও সে অন্য নারীর সাথে যোগাযোগ রাখত।এই সমস্যাটা বিয়ের কিছু দিন পর থেকেই বুঝতে পারি।কিন্ত অন্য নারীর সাথে তার কেমন সম্পর্ক কত দিনের সম্পর্ক কিসের সম্পর্ক তা আমি জানি না।যখন আমি বুঝতে পারি। তখন অস্বীকার করে।মিথ্যে বলে। রাগারাগি করে কিন্ত যখন বুঝতে পারে আমি প্রমান সহ দেখেই বলছি তখন স্বীকার করে।রেগে মেগে বলে হ্যা কথা বলছি।কিন্ত কে?কেন?কি কথা এসব কিছুই আমার সাথে ক্লিয়ার করে না।এভাবে বার বার মেনে নিতে নিতে ছেড়ে দিতে দিতে আমাদের প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা।কিন্ত এখন ও সে গোপনে অন্য নারীর সাথে কথা বলে আমাকে লুকিয়ে।এদিকে আমাদের খুব হাসি খুশি সুখের সংসার।কোথাও কোন কমতি নেই। প্রতি বছরেই কম বেশি দুই তিনবার এভাবে আমি তাকে অন্যের সাথে ফোনে কথা বলা ধরতে পারি।এমন নয় যে সে একি মেয়ে তে আসক্ত।যত টুকু বুঝতে পারি সে বিভিন্ন সময় বিভিন্ন নারীর সাথে যোগাযোগ করে।আমি এভাবে সহ্য করতে পারছি না।বার বার একি ঘটনা আমাকে খুব কস্ট দিচ্ছে।আমি অনেক ভাবে তাকে শোধরানোর চেস্টা করছি,বোঝানোর চেস্টা করছি।কিন্ত আমি মেনে নিলে ছেড়্র দিলে সে স্বাভাবিক হয়ে যায়।তখন আবার আমার বিশ্বাস চলে আসে।কিন্ত আবার কিছু দিন পর বোঝা যায়।আমি এ ব্যপারে কিছু বললেই আমার সাথে রাগারাগি করে বাড়াবাড়ি করে।এমন ঘটনা স্মনে আসলেই সে অল্প অজুহাতেই দুরত্ব বড়িয়ে নেয়।আমার সাথে ভালো হবার কিংবা আমাকে বোঝানোর কিংবা মানানোর কোন চেস্টাও করে না।এমন মনে হয় যেন সে চায় আমি এভাবে ভুল বুঝে অভিমান নিয়ে নিজে থেকে চলে যাওয়াটাই ওর কাম্য।এভাবে বার বার তার ভুল মেনে নিয়ে, সহ্য করে কস্ট করে থেকে গেছি।মনে হয় আমি না থাকতে চাইলে সে জোর ও করবে না।কিন্ত আমি ও একটা মানুষ আমি দুই টা বাচ্চার মা। আমি এভাবে বার বার ভেংগে পড়ছি।নিজের দিকে কিংবা বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে পারিনা।তার বাবা মাও এব্যপারে কোন শাসন করে না।আমার এখন কি করা উচিত। দোয়া আর ধর্য্য ধরা ছাড়া ইসলাম আমাকে আর কি নির্দেশ দেয়।কারন এগুলা আমি যথা সাধ্য করেই যাচ্ছি