As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7262

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 Apr 2025

প্রশ্ন

আসসালামু আ’লাইকুম, আশা করি ভালো আছেন। আমি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত একটি রেপুটেড বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডিংসহ পিএইচডির অফার পেয়েছি। বয়স্ক মা-বাবা ও ছোটভাইকে নিয়ে গড়া সংসারে আমিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বর্তমানে আমি বেকার অবস্থায় আছি (এখন টিউশন করিয়ে কিছু ইনকাম করছি)।

চলমান পরিস্থিতিতে কি আমেরিকায় ফান্ডিং পেয়ে পিএইচডি করতে গেলে কি গুনাহগার হবো? কেননা আমার ফান্ডিংয়ের কিছু অংশ আমেরিকার সরকার ট্যাক্স হিসেবে কেটে নিবে যার কিছু অংশ তারা খারাপ কাজে ব্যয় করবে। আমার পরিকল্পনা ছিলো ফান্ডিংয়ের কিছু অংশ বাসায় পাঠিয়ে পরিবারের হাল ধরবো যেনো সারাজীবন কষ্ট করে আসা আমার মা-বাবা একটু শান্তিতে থাকতে পারে এবং অগ্রাধিকার দিব এই যে পিএইচডি অর্জন শেষে কোন মুসলিমপ্রধান দেশ কিংবা বাংলাদেশে ফেরত এসে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করবো। আমাদের কোন সেভিংস নেই যেনো চলতে পারি এবং পড়ালেখা ছাড়া আমার তেমন কোন গুণও নেই যা দ্বারা অর্থ উপার্জন করতে পারবো।

এমতাবস্থায় আমার কি করা উচিৎ? আমি কি আমেরিকায় পিএইচডি করতে যেতে ভিসা প্রসেসিংসহ বাকি কাজ করবো নাকি ইউরোপের অন্য দেশের দিকে আগাবো? কাল বিলম্ব করে পারিবারিকভাবে জীবনযাপন করার মতো অর্থ আমাদের নেই এবং আমেরিকায় যাওয়ার আনুসঙ্গিক অর্থ আত্মীয়স্বজন থেকে ধার হিসেবে নিতে অঙ্গীকারবদ্ধ।

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমেরিকা, ইউরোপ এই দিক দিয়ে এক যে, উভয় যায়গাতেই স যথাযথভাবে ইসলাম মানা খুবই কঠিন। স্বাময়িক সময়ের জন্য আপনি সেখানে যেতে পারেন, স্থায়ীভাবে অমুসলিম দেশে থাকা যাবে না। পি এইচ ডি শেষ করে দ্রুত মুসলিম প্রধান কোন দেশে চলে যাবেন।