As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7261

সালাত

প্রকাশকাল: 28 Apr 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার স্বামী আগে অন্য ধর্মের ছিলেন। আমার সাথে পরিচয়ের পর সে ইসলাম গ্রহণ করে এবং বিয়ে করি।  বলতে গেলে প্র্যাকটিসিং মুসলিম। সে সূরা তেমন জানেন না। আমি তার সাথে নামাজে দাড়ালে কী জোরে জোরে সুরা পরতে পারি? মানে আমি কি জামাত করতে পারি কিনা যতদিন  পর্যন্ত সে নামাজ না শিখে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মহিলারা পুরুষের ইমাম হতে পারবে না। সুতরাং আপনি তার ইমাম হয়ে নামায পড়াতে পারবেন না। নামাযের বাইরে আপনি তাকে সূরা শেখাবেন, দূআ শেখাবেন। আর তাকে নামায মসজিদে আদায় করতে বলবেন, তাহলে অনেক কিছু শিখে যাবে পরিশ্রম ছাড়াই।