আসসালামু আলাইকুম, আমার স্বামী আগে অন্য ধর্মের ছিলেন। আমার সাথে পরিচয়ের পর সে ইসলাম গ্রহণ করে এবং বিয়ে করি। বলতে গেলে প্র্যাকটিসিং মুসলিম। সে সূরা তেমন জানেন না। আমি তার সাথে নামাজে দাড়ালে কী জোরে জোরে সুরা পরতে পারি? মানে আমি কি জামাত করতে পারি কিনা যতদিন পর্যন্ত সে নামাজ না শিখে?