As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7258

জুমআ

প্রকাশকাল: 28 Apr 2025

প্রশ্ন

জুমআর দিন খুতবা শুরুর আগে ৪ রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। এই নামাজ যদি আমি বাসা থেকে পড়ে আসি তাহলে মসজিদে যখন সুন্নাত নামাজ আদায় করতে বলে তখন আমি অন্য নফল নামাজের নিয়ত করতে পারবো কি?

উত্তর

জুমুআর দিন খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত সুুন্নাত নামায পড়া যাবে, এটা সহীহ হাদীসে আছে। সুতরাং আপনি বাসায় নামায পড়তে পারবেন, মসজিদে এসে খুতবা শুরুর আগ পর্যন্ত নামতে পড়তে পারবেন। খুতবার আগে শুধু চার রাকআত পড়তে হবে, বেশী-কম করা যাবে না, বিষয়টা এরকম না। আপনি বেশীও পড়তে পারেন। কম করলেও সমস্যা নেই।  রাকআত নির্ধারিত নয়। এগুলো সুন্নত নামায, যত বেশী আদায় করবেন, তত বেশী সওয়াব হবে।