আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হল নিজের পছন্দমত আমল করা যাবে কিনা? আমাদের সমাজে কেউ রফউল ইয়াদাইন করে না আমি করি আমার কাছে ভালো লাগে ।
এছাড়া আরো বিভিন্ন বিষয় যেগুলো সমাজের লোকেরা করে না কিন্তু আমার কাছে ভালো লাগে হাদিসে পাই এবং আমার পছন্দ মত আমল করি , এটা জায়েজ আছে কিনা ?