As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7257

জায়েয

প্রকাশকাল: 27 Apr 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হল নিজের পছন্দমত আমল করা যাবে কিনা? আমাদের সমাজে কেউ রফউল ইয়াদাইন করে না আমি করি আমার কাছে ভালো লাগে ।
এছাড়া আরো বিভিন্ন বিষয় যেগুলো সমাজের লোকেরা করে না কিন্তু আমার কাছে ভালো লাগে হাদিসে পাই এবং আমার পছন্দ মত আমল করি , এটা জায়েজ আছে কিনা ?

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। সহীহ হাদীসে থাকলে সমস্যা নেই। যেটাকে অধিক সহীহ মনে হয় সে অনুযায়ী আমল করতে পারেন। তবে যে আমলই করেন একজন দক্ষ আলেমের পরামর্শ নিয়ে করবেন। কারণ শুধু হাদীস দেখে আমল করতে গেলে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।