অকারনে পিতা মাতার যুলম (বদদোয়া) থেকে বেচে থাকার উপায় কি? অহেতুক বদদোয়া কি সন্তানের উপর কি কোন প্রভাব পরে?সহিহ বুখারি হাদিস নং ৩৪৩৬ (মোবাইল এপস) তিনজন শিশুর দোলনায় কথাবলা শিরোনামের হাদিস জুরাইজের ঘটনা পড়ে আমি খুবই ভীত ও শংকিত ।আমার পিতা মাতা কোন কারণ ছাড়াই আমাদের দুই ভাইকে যখন তখন অভিশাপ দিয়ে থাকে।আমি বিবাহিত কিন্তু আমার ভাই অবিবাহিত।বিস্তারিত বলতে পারবো না বললে আমাদের পিতা মাতার দোষ বলা হয়ে যাবে সন্তান হিসাবে তা লজ্জার।অনেক বুঝিয়েছি যে আমাদের যদি কোন অপরাধ হয় আর তোমাদের তা সহ্যের বাহিরে হয় তাহলে আমাদের হত্যা করো তবুও অভিশাপ বা বদদোয়া করিয়েন না,আমরা যদি আপনাদের বদদোয়ায় ক্ষতিগ্রস্থ হই তাহলে আমাদের পিতা মাতা ও একসময় কষ্টে পতিত হতে পারে ,তবুও তারা তাদের মতোই আচরন করেন। তাদের এই অকারনের বদদোয়া জন্য কি আল্লাহ আমাদের উপর নারাজ হবেন।এখন আমাদের করনীয় কি ?আমরা দুই ভাই চারবোন।