As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7254

কুরআন

প্রকাশকাল: 22 Apr 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু। আমি কুরআন  শুদ্ধ ভাবে শিখতে চাই এবং হাদিস শিখতে চাই, কিন্তু আমি কুরআন শেখা  এবং হাদিস শেখা শুরু কীভাবে করবো?

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি স্থানীয় একজন হাফেজ বা আলেমের থেকে (যিনি ভাল কুরআন পড়তে পারেন) কুরআন শিক্ষা শুরু করুন। সময় নিয়ে ধৈর্য্যের সাথে শিখবেন। ধীরে ধীরে শিখে যাবেন। তারপর কুরআন ও হাদীসের অনুবাদগুলো পড়বেন। এভাবে আস্তে আস্তে ইসলাম সর্ম্পকে মোটামুটি জেনে যাবেন। যদি আরো বেশী শিখতে চান তাহলে আরবী ভাষা শিখতে হবে। বিস্তারিতি জানতে প্রয়োজনে যোগাযোগ করবেন 01734717299