ওয়া আলাইকুমুস সালাম। আপনি স্থানীয় একজন হাফেজ বা আলেমের থেকে (যিনি ভাল কুরআন পড়তে পারেন) কুরআন শিক্ষা শুরু করুন। সময় নিয়ে ধৈর্য্যের সাথে শিখবেন। ধীরে ধীরে শিখে যাবেন। তারপর কুরআন ও হাদীসের অনুবাদগুলো পড়বেন। এভাবে আস্তে আস্তে ইসলাম সর্ম্পকে মোটামুটি জেনে যাবেন। যদি আরো বেশী শিখতে চান তাহলে আরবী ভাষা শিখতে হবে। বিস্তারিতি জানতে প্রয়োজনে যোগাযোগ করবেন 01734717299