ওয়া আলাইকুমুস সালাম। একজন মুসলিমের উপর আবশ্যক হচ্ছে তার কান, চোখ ও অঙ্গপ্রত্যঙ্গকে আল্লাহ্ যা কিছু হারাম করেছেন সেগুলোতে পতিত হওয়া থেকে সুরক্ষা করা। বীর্জপাত হয়ে যায় এমন কাজ করা একেবারই অনুচিত। তবে শুধু কল্পনার কারণে বা দৃষ্টি দেয়ার কারণে বীর্জপাত হলে রোজা নষ্ট হবে না।
حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، عَنْ حَبِيبٍ ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ ، قَالَ : سُئِلَ جَابِرُ بْنُ زَيْدٍ عَنْ رَجُلٍ نَظَرَ إلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ ، فَأَمْنَى مِنْ شَهْوَتِهَا ، هَلْ يُفْطِرُ ؟ قَالَ : لاَ ، وَيُتِمُّ صَوْمَهُ.
তাবেয়ী জাবির ইবনে যায়েদকে জিজ্ঞাসা করা হয়েছে, কোন ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাবের সাথে তাকিয়েছে। ফলে তার বীর্যপাত হয়ে গেছে তার রোজা কি ভেঙ্গে গেছে? তিনি বললেন, না। সে রোজা পূর্ণ করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং ৯৫৭৩।
বিস্তারিত জানতে দেখুন https://islamqa.info/bn/answers/160569/%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%AA%E0%A6%A4-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%AF%E0%A7%9F-%E0%A6%A4%E0%A6%A4-%E0%A6%95-%E0%A6%B0%E0%A6%AF-%E0%A6%AD%E0%A6%99%E0%A6%97-%E0%A6%AF%E0%A6%AC