ওয়া আলাইকুমুস সালাম। রমজান মাসে মারা গেলে কোন ফজিলত আছে বলে হাদীস থেকে জানা যায় না তবে রোজা অবস্থায় মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে রাসূলূল্লাহ সা. বলেছেন, وَمَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللهِ خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোযা রাখে অত:পর রোজা অবস্থায় মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদু আহমাদ, হাদীস নং ২৩৩২৪। মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন।