আসসালামু আলাইকুম। আমি একটি বিপদে পড়ার আশঙ্কায় একরাতে একটি মানত করি। কিছুক্ষণ পরেই আমি আবার বলি “না না আমি মানতটি করবো না, কিছুতেই করবো না। ঝোকের বসে এখন আমি মানতটি করবো, পরে যদি পূরণ না করতে পারি?”
সকালে আমি অনেকটাই বুঝতে পারি আমার বিপদটি হবে না। এখন আমার মানতটি কি পালন করতে হবে?