As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7245

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Mar 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। মুসলমানদের কতটুকু জ্ঞান থাকা ফরজ। আর যদি কেউ সেই পরিমাণ জ্ঞান না থাকে তাহলে কি সে মুসলমান থাকে না?

উত্তর

প্রাত্যহিক এবং জরুরী আমলগুলো সম্পর্কে জ্ঞান রাখা ফরজ। যেমন, নামায, রোজা, যাকাত ইত্যাদি। যে কাজগুলো সে করে সেগুলোর জায়জ, না-জায়েজ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। যে আয় উপার্জন সে করে সেগুলোর হালাল-হারাম সম্পর্কে তার সাধারণ জ্ঞান থাকতে হবে। মোটকথা প্রতিদিনের কাজগুলো ইসলামী বিধান অনুযায়ী হচ্ছে কিনা সে সম্পর্কে  সাধারণ জ্ঞান তার থাকতে হবে। গভীর জ্ঞান ফরজ নয়।