প্রাত্যহিক এবং জরুরী আমলগুলো সম্পর্কে জ্ঞান রাখা ফরজ। যেমন, নামায, রোজা, যাকাত ইত্যাদি। যে কাজগুলো সে করে সেগুলোর জায়জ, না-জায়েজ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। যে আয় উপার্জন সে করে সেগুলোর হালাল-হারাম সম্পর্কে তার সাধারণ জ্ঞান থাকতে হবে।
মোটকথা প্রতিদিনের কাজগুলো ইসলামী বিধান অনুযায়ী হচ্ছে কিনা সে সম্পর্কে সাধারণ জ্ঞান তার থাকতে হবে। গভীর জ্ঞান ফরজ নয়।