As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7242

বিবাহ-তালাক

প্রকাশকাল: 27 Mar 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমার বয়স ১৮। আমি একটি ছেলেকে পছন্দ করি। উনার বয়স ১৯।  ছেলের ব্যবহার ভালো। পরিবার ভালো সবদিক থেকেই অনেক ভালো মানুষ। অর্থাৎ উনি মানুষ হিসাবে ভালো এবং আল্লাহর ভয়ও  আছে।

হারাম সম্পর্কে না গিয়ে সোজা বিয়ে করতে চাই কিন্তু পরিবারকে কীভাবে বলব বুঝতে পারছি না, কারণ তারা ছেলের কর্ম নেই সেটা বিবেচনা করে মত নাও দিতে পারেন

দিবেনই না সেটাও বলা যায়। ছেলে আবার আমাদের আত্বীয়ও আমার মায়ের দিকের। পরিবারকে কিভাবে মানাবো সেটা জানতে চাইছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  আপনি নিজে পছন্দ করে পরিবারকে মানতে বলবেন, এটা বিবাহের সঠিক পদ্ধতি নয়। পরিবার পছন্দ করবে, উল্লেখযোগ্য কোন সমস্যা না থাকলে আপনি মেনে নিবেন এটা ইসলামী পদ্ধতি। একজন ছেলের সংসার চালানোর মতো আয় রোজগার না থাকলে তার সাথে বিয়ে দিবে না, এটাই স্বাভাবিক। পুরুষের বিয়ে করতে হলে অবশ্যই তাকে সংসার চালানোর মত রোজগার করতে হবে। সুতরাং পরামর্শ হলো এই পছন্দের বিষয়টি মন থেকে দূর করে দিন, তার সাথে কোন যোগাযোগ থাকলে এখনই বন্ধ করে দিন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুন। সর্বোচ্চ আপনার পরিবারকে সরাসরি এই ছেলের বিষয়টি বলতে পারেন, তারা যা করবে সেটা চুড়ান্ত হিসেবে মেনে নিন।