আসসালামু আলাইকুম আমার বয়স ১৮। আমি একটি ছেলেকে পছন্দ করি। উনার বয়স ১৯। ছেলের ব্যবহার ভালো। পরিবার ভালো সবদিক থেকেই অনেক ভালো মানুষ। অর্থাৎ উনি মানুষ হিসাবে ভালো এবং আল্লাহর ভয়ও আছে।
হারাম সম্পর্কে না গিয়ে সোজা বিয়ে করতে চাই কিন্তু পরিবারকে কীভাবে বলব বুঝতে পারছি না, কারণ তারা ছেলের কর্ম নেই সেটা বিবেচনা করে মত নাও দিতে পারেন
দিবেনই না সেটাও বলা যায়। ছেলে আবার আমাদের আত্বীয়ও আমার মায়ের দিকের। পরিবারকে কিভাবে মানাবো সেটা জানতে চাইছি।