As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7241

যাকাত

প্রকাশকাল: 27 Mar 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমি প্রতি বছর রমাদান মাসে জাকাত হিসাব করে জাকাত আদায় করি।কিন্ত এই রমাযান এর আগে একটা ডিপিএস ক্লোজ করসি। যেটা এক বছর হয় নি। আরও কিছু টাকা ঋন দেয়া আছে ওটাও এক বছর হয় নি। এখন এই বছর এ কি এই টাকার জাকাত দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। জ্বী, সব টাকার উপর যাকাত দিতে হবে। যাকোতের নেসাবের অধিকারী হওয়ার এক বছর পর যাকাত দিতে হবে, যাকাত দেয়ার সময় যত সম্পদ বা টাকা থাকবে তার পুরোটার যাকাত দিতে হবে। গত রমাদান যেহেতু আপনি নেসাবের অধিকারী ছিলেন তাই এই রমাদানে যত টাকার আপনি মালিক পুরোটার যাকাত দিতে হবে। সব টাকার এক বছর পূর্ণ হওয়া জরুরী নয়।