As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7240

যাকাত

প্রকাশকাল: 27 Mar 2025

প্রশ্ন

আমার বোন ঋণ গ্রন্থ, ঋণ পরিশোধ করার সামর্থ্য তার নেই। আমার বোনের জামাইর মাসিক আয় (8/10 হাজার) টাকা মাত্র, কিন্ত তার মাসিক ব্যয় (18/20 হাজার) টাকা।উল্লেখ্য যে আমার বোনের জামাই কে তার পুরাতন মালিক ঢাকার ষ্টাফ কোয়ার্টারের কাছাকছি (1.5 দেড় শতাংশ) জায়গা হাদিয়া দেন,পরে তিনি গ্রামের ফসলের জমি বিক্রয় করে আরো 1 এক শতাংশ জায়গা ক্রয় করেন।সেখানে তিনি 5 কক্ষের একটি ঘর নির্মাণ করেন,এখন তাহারা সেখানেই বসবাস করেন।এখন গ্রামে সামান্য (2/3 শতাংশ) জায়গা আছে(বসত বাড়ী)।যার বর্তমান মূল্য (2) লক্ষ টাকা,তবে তার (6) লক্ষ টাকা ঋণ আছে।এখন আমরা ভাইদের কাছ থেকে যাকাত এর  অর্থ নিয়ে ঋণ পরিশোধ করতে পারবে কিনা?এবং যাকাত এর অর্থ দিয়ে তার সংসারের ব্যয় বহন করা যাবে কি? দয়া করে জানাবেন। জাযাকাল্লাহু খায়ের।

উত্তর

জ্বী, আপনার বোন আপনার ভাইয়ের থেকে যাকাতের টাকা গ্রহণ করে সংসার চালাতে পারবেন, ঋন পরিষোধ করতে পারবেন।