As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7237

যাকাত

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

আস’সালামু আলাইকুম,
আমার ভাই বিদেশে থাকেন এবং সেখানে ব্যবসা করেন, তার ভাষ্য মতে ও আমাদের জানামতে উনি এখন নিঃস্ব প্রায়. উনি ওই দেশেই বিয়ে করেছেন এবং ছেলে মেয়ে নিয়ে ওই দেশেই (জাপান) থাকেন। উনি ওই দেশের পাসপোর্ট হোল্ডার, উনি আমার আপন বড় ভাই এবং আমি বা আমরা কি তাকে যাকাত দিতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, নিঃস্ব হলে আপন ভাইকে যাকাত দেয়া যাবে। আপনি এবং আপনার ভাই-বোনেরা তাকে যাকাত দিতে পারবেন।