As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7236

লেনদেন

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

আস সালামু আলাইকুম। ৩ লক্ষ টাকা এডভান্স দিয়ে ৮০ শতাংশ জমি এক জনের কাছ থেকে ভাড়া নেয়া হয়েছে। উক্ত জমির ভাড়া বার্ষিক ৩০০০ হাজার টাকা জমির মালিক এর সাথে আলাপ করে নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার ৩০০০ টাকা প্রতি বছর এডভান্সের টাকা থেকে কাটা হবে। যখন জমির মালিক জমি নিয়ে নিবে তখন বছর হিসাব করে ৩০০০ টাকা করে কেটে বাকি টাকা ফিরত দিবে।

উল্লেখ থাকে যে, জমি হাওরের এবং বেশীরভাগ সময় বছরে এক ফসল হয়।

এভাবে জমি নিয়ে চাষাবাদ করা যাবে কি না??

উক্ত পদ্ধতি ঠিক আছে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, উক্ত পদ্ধতি ঠিক আছে।