আস সালামু আলাইকুম। ৩ লক্ষ টাকা এডভান্স দিয়ে ৮০ শতাংশ জমি এক জনের কাছ থেকে ভাড়া নেয়া হয়েছে। উক্ত জমির ভাড়া বার্ষিক ৩০০০ হাজার টাকা জমির মালিক এর সাথে আলাপ করে নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার ৩০০০ টাকা প্রতি বছর এডভান্সের টাকা থেকে কাটা হবে। যখন জমির মালিক জমি নিয়ে নিবে তখন বছর হিসাব করে ৩০০০ টাকা করে কেটে বাকি টাকা ফিরত দিবে।
উল্লেখ থাকে যে, জমি হাওরের এবং বেশীরভাগ সময় বছরে এক ফসল হয়।
এভাবে জমি নিয়ে চাষাবাদ করা যাবে কি না??
উক্ত পদ্ধতি ঠিক আছে কি না?