As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7232

যাকাত

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম শাইখ, ৮ ভরি স্বর্ণের যাকাত কত টাকা হবে। আর ৮ ভরি স্বর্ণ আমাদের কাছে দীর্ঘদিন যাবত রয়েছে, তবে এর যাকাত আদায় করা হয়নি। এই অবস্থা কোন আমল ও কীভাবে যাকাত আদায় করলে পূর্বের সকল যাকাত আদায় হয়ে যাবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কাছে থাকা স্বর্ণের বর্তমান বাজার মূল্য যত হবে তার চল্লিশভাগের একভাগ টাকা যাকাত দিবেন। আনুমানিক ১২ লাখ টাকা মূল্য হলে ৩০ হাজার টাকা যাকাত দিতে হবে। যত বছর ছিল প্রতি বছরের জন্য তৎতকালীন মূল্যের চল্লিশভাগের একভাগ যাকাত দিতে হবে। আপনি আনুমানিক হিসেব করে পূর্বের বছরগুলোর যাকাত দিয়ে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন, দেরী হয়ে গিয়েছে সে জন্য।