As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7231

বিবাহ-তালাক

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।যদি কোনো ব্যক্তি দ্বারা অডিও কলে বিবাহ করানো হয় যেখানে মেয়ের মতে ঐ ব্যক্তি ব্যতীত অন্য কোনো সাক্ষী ও নেই। এক্ষেত্রে সেই বিবাহ কি শুদ্ধ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালমা। না, শুদ্ধ হবে না। অন্তত দুজন স্বাক্ষী প্রয়োজন বিবাহের জন্য।  মোবাইলে বিয়ে একটা অযথা কাজ, এর থেকে বিরত থাকতে হবে।