আস্সালামু আলািইকুম, আমার বাবা একজন কাতার প্রবাসী্ । তিনি জানতে চেয়েছন যে, আমাদের পরিবারের সকল সদস্যদের ফেতরা কি বাংলদেশের জন্য ধার্য করা (১১০ টাকা জনপ্রতি) হারে দান করতে হবে নাকি কাতারের জন্য ধার্য করা হারে দান করতে হবে? যদিও বাবা বাদে আমরা সকলেই বাংরাদেশে বসবাস করি, কিন্তু আমাদের সংসারের একমাত্র আয় আসে কাতার থেকে ।
এই বিষয় ইসলামিক নীতি অনুসারে আপনার মতামত দিয়ে আমাকে উপকৃত করবেন।