আসসালামু আলাইকুম,
আমি আমার এক পরিচিত লোককে বেশ কিছু টাকা ধার দিয়েছি, অনেক দিন ধরে সে আমার টাকা দিচ্ছে না, মাঝে অল্প কয়েকবার টাকা ফেরতের ব্যাপারে বলেছি। এখন সমস্যা হলো আমি কিছু দিন পর পর সবাইকে মাফ করে দেই, (আমার সাথে যে যে অন্যায় করেছে, যার যার সাথে আমার লেনা দেনা আছে) সবাইকে মাফ করে দেই এবং আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে নিজের জন্য ক্ষমা চেয়ে নেই। এখন বিষয় হলো, আমি কি তাহলে আমার ঐ পরিচিত লোকের কাছ থেকে আর টাকা চাইতে পারবো নাকি এটাও সবার সাথে সাথে সাধারণ ক্ষমা হয়ে যাবে?