আমি সৌদিআরবে কর্মরত বাংলাদেশী মালিকের দোকানের দায়িত্বে আছি।আমি আমার মালিককে না জানিয়ে 2020 সালে দোকান থেকে বিশ হাজার সৌদি রিয়াল ঋণ নিয়েছিলাম। তখন 1 রিয়াল = 22 টাকা ছিল। কিন্ত বর্তমানে 1 রিয়াল = 33 টাকা।এখন আমি ঋণ কীভাবে পরিশোধ করব সৌদি রিয়াল হিসাব করে নাকি বাংলাদেশী মুদ্রায়(টাকা)। দয়া করে জানাবেন। জাযাকাল্লাহু খায়ের।