As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7226

বিবাহ-তালাক

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

স্বামী যদি তালাকের আলোচনার সময় তালাকের নিয়তে ‘তুমি কি চাও’ এরকম কথা স্ত্রীকে জিজ্ঞাসা করে তাহলে কি তালাক হবে?

উত্তর

তালাক কি খুব মিষ্টি-সুখকর বিষয় যে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। বিকৃত মস্তিস্কের স্বামী-স্ত্রীরাই তালাক নিয়ে খোশ-গল্প করে। সুস্থ মস্তিস্কের কেউ এই নিয়ে আলোচনা করতে পারে না। সুতরাং কোন দিন এই বিষয় নিয়ে আলোচনা করবেন না। ‘তুমি কি চাও’ একথা বলার দ্বারা তালাক হয় না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।