As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7225

পবিত্রতা

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

ঘরে তারের উপর নাপাক কাপড় নেড়ে দেওয়া হয়েছিল । শুকানোর কয়েক দিন পর ঐ তারে পাক কাপড়ে নেড়ে দেওয়া হয়েছে। পাক কাপড়টা কী নাপাক হয়ে যাবে?

আবার ভেজা পাক কাপড়ে ,ভেজা অজানা  নাপাক কাপড়ের ঝাঁকিতে ছিটা ফুটা লাগলে কী কাপড় না পাক হবে?

আমি গত প্রায় এক  বছর ধরে ওয়াসওয়াসায় ভুগছি।

উত্তর

আপনার মূল সমস্যা ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা দূর করতে চেষ্টা করুন। এভাবে সব জায়গায় যদি পাক-নাপাক নিয়ে এভাবে ভাবতে থাকেন নিজেকে নিজেই শেষ করে দিবেন। সুতরাং এই ভাবনা ত্যাগ করুন। স্বাভাবিক অন্যদের মতো জীবন-যাপন করুন। আপনার দুটো প্রশ্নের একটাতেও পাক কাপড় নাপাক হবে না।