ঘরে তারের উপর নাপাক কাপড় নেড়ে দেওয়া হয়েছিল । শুকানোর কয়েক দিন পর ঐ তারে পাক কাপড়ে নেড়ে দেওয়া হয়েছে। পাক কাপড়টা কী নাপাক হয়ে যাবে?
আবার ভেজা পাক কাপড়ে ,ভেজা অজানা নাপাক কাপড়ের ঝাঁকিতে ছিটা ফুটা লাগলে কী কাপড় না পাক হবে?
আমি গত প্রায় এক বছর ধরে ওয়াসওয়াসায় ভুগছি।