As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7223

জায়েয

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটা আমাকে পছন্দ করতো, তবে এখন আর করে না। আমি মেয়েটাকে বিয়ে করতে চাই৷ আমি কি এই বলে দু’আ করতে পারবো যে, হে আল্লাহ আমাদের বিয়ে করিয়ে দাও এবং তাকে আমার জন্যে কল্যাণকর বানিয়ে দাও। তার সাথে যাতে আর কোনো ছেলের সম্পর্ক না হয় সেই ব্যবস্থাও করে দাও।

উত্তর

না, আপনি কোন ‍দুআ করতে পারবেন না। এগুলো সব শয়তানের কুমন্ত্রনা। আপনি তার বিষয়ে কোন চিন্তা-ভাবনা করবেন না। পরিবারের পক্ষ থেকে যেখানে বিয়ে দেয়, দেখেশুনে সেখানে বিবাহ করবেন। যে গুনাহ করেছেন তার জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ভবিষ্যতে এই গুনাহতে আর জড়িত হবেন না।