As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7221

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আজ থেকে প্রায় দেড় মাস আগে আমার সাথে আমার খালাতো বোনদের  কথা কাটাকাটি হয় ( নজর লাগা ইসলামে কতটা সিরিয়াস এই বিষয়ে, তারা দাবি করে এগুলা কুসংস্কার, আমি হাদীস এর দলীল দিলে রেগে যায়, মূলত আমার মুখের উপর আমার তারিফ করায় , আমি আমার খালাতো বোনকে আল্লাহুম্মা বারিক বলতে বলি, কিন্তু সে বলতে রাজি হয় না, সেইখান থেকে তর্ক ইসলাম এ বধ নজর আছে কি নাই এই প্রসঙ্গে চলে যায়) তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমাকে অনেক অপমান করে আর বলে আমার কারণে নাকি আমার মা মারা গেছেন (আমার মা আজ থেকে ৮ বছর আগে কিডনি বিকল হওয়ায় মারা যান,  আর সে আমার এরকম একটা দুর্বল বিষয় নিয়ে আমাকে কষ্ট দিয়ে কথা বলে, বলে রাখি আমার মা ই আমার খালাতো বোনদের বড় করেছে, কারণ তাদের বাবা মা অনেক আগেই মারা গেছেন, যেখানে কিনা আমাদের অনেক যত্ন করার কথা আমার মায়ের জন্য হলেও, আমার খালাতো বোনরা কখনই আমাদের কোনো প্রকার হেল্প করেনি), এরকম জঘন্য কথা বলার পর সে আমাকে বলে তার বাসা থেকে বের হয়ে যেতে আর কখনও তার সামনে না আসতে যোগাযোগ না করতে, ( আল্লাহ সাক্ষী আছেন আমি তার সাথে কোনো বেয়াদবি ও করিনি কিংবা তাকে কষ্ট দিয়েও কথা বলিনি, শুধু বার বার বলেছি না জেনে এত বড় কথা না বলতে, এটা অনেক বড় গুনাহ, ইসলাম এর এমন একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট কে এভাবে অস্বিকার করা) এরপরও সে আমাকে এত অপমান করার পরেও আমি বলসি ঠিকাছে মাফ চাই, আর কখনও তোমার সাথে যোগাযোগ ও করব না আসবো ও না, এখানে আমার খালা উপস্থিত ছিল, সে এই পরিস্থিতিতে চুপ ছিলেন আমার উপর যুলুম হওয়া সত্ত্বেও, বড় খালাতো বোনকে জানালে সেও নীরব ছিল, এই ঘটনায় আমি অনেক কষ্ট পাই, তাই এরপর থেকে আমি আর তাদের সাথে যোগাযোগ করিনি, এভাবে এইটুকু বিষয়ের জন্য এত বড় অপমান আমার জন্য মেনে নেয়া কষ্টকর ছিল, আমি জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারী জান্নাতে যাবে না, কিন্তু আমার এই  ঘটনার ক্ষেত্রে আমার কি করা উচিৎ?

বলে রাখা ভালো তারা আমাকে কষ্ট দিয়ে উল্টা তারাই আমার সাথে রাগ করে আছে আমাকে কল দেয় নি আজ পর্যন্ত, ক্ষমা চাওয়া তো দূরের বিষয়, এই ক্ষেত্রে কি আমি নিজ থেকে কল দিব নাকি দূরে সরে থাকতে পারবো?

তাদের অন্তরে আমাদের জন্য অনেক হিংসা, এই ভয় থেকেও আমি তাদের থেকে দূরে থাকতে চাই, আমাকে সঠিক মাসআলা জানাবেন, জাজাকাল্লাহ খাইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার খালাতো বোনদের প্রতি হৃদয়ে কোন হিংসা রাখবেন না। তাদের কোন ক্ষতি করবেন না। প্রয়োজনে তাদের সাথে কথা বলবেন। বিনা প্রয়োজনে তাদের সাথে কথা বলার দরকার নেই। তাছাড়া তারা যেহেতু মাহারাম, তাদের সাথে বিনা প্রয়োজনে কথা বলা, দেখা করা নিষেধ। আর তারা যেহেতু তাদের বাড়িতে যেতে নিষেধ করেছে, আপনি যাবেন না। তারা যেহেতু আপনার প্রতি বিদ্বেষ রাখে তাই তাদের থেকে দূরে থাকবেন, সতর্ক থাকবেন।