As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7219

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

জরুরি উত্তর দিলে উপকৃত হবো, ইনশাআল্লাহ।

আমি নরওয়ে থেকে রোজা শুরু করেছি। এখানে চাঁদ দেখা, ঈদের নামাজ—সবই সৌদি আরবের সাথে মিলিয়ে করা হয়।

কিন্তু আমি ঈদের আগে বাংলাদেশে আসবো। তখন ঈদের নামাজ কি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে যারা নামাজ পড়েন, তাদের সঙ্গে পড়ব, নাকি সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে যারা দেশে ঈদের নামাজ আদায় করেন, তাদের সঙ্গে পড়ব—সেটা বুঝতে চাই। কারণ দেশে উভয় পদ্ধতির প্রচলন রয়েছে।

জাযাকাল্লাহু খায়রান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে যারা নামাজ পড়েন, তাদের সঙ্গে পড়বেন। যখন যে দেশে থাকবেন সেখানকার সংখ্যাগরিষ্ট মানুষ চাঁদ দেখোর ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহন করেন সে সিন্ধান্ত মেনে নিবেন। বিচ্ছিন্ন কোন পথ অবলম্বন করতে হাদীসে নিষেধ করা হয়েছে। মুষ্টিময় কিছু মানুষ ছাড়া বাংলাদেশে সবাই সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ঈদ পালন করে থাকেন। এটাই সঠিক।