আসসালামু আলাইকুম,
জরুরি উত্তর দিলে উপকৃত হবো, ইনশাআল্লাহ।
আমি নরওয়ে থেকে রোজা শুরু করেছি। এখানে চাঁদ দেখা, ঈদের নামাজ—সবই সৌদি আরবের সাথে মিলিয়ে করা হয়।
কিন্তু আমি ঈদের আগে বাংলাদেশে আসবো। তখন ঈদের নামাজ কি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে যারা নামাজ পড়েন, তাদের সঙ্গে পড়ব, নাকি সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে যারা দেশে ঈদের নামাজ আদায় করেন, তাদের সঙ্গে পড়ব—সেটা বুঝতে চাই। কারণ দেশে উভয় পদ্ধতির প্রচলন রয়েছে।
জাযাকাল্লাহু খায়রান।