As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7214

নফল সালাত

প্রকাশকাল: 6 Mar 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম।
দুই রাকাত নফল নামাজ (ওয়াক্তের বা ওয়াক্ত ছাড়া) পড়তে গিয়ে যদি নামাজ ভেঙ্গে যায়, তারপর আবার পড়তে গিয়ে যদি আবারো ভেঙ্গে যায় তাহলে কি দুইবার ভাঙ্গার জন্য ২+২ করে ৪ রাকাত পড়তে হবে? নাকি দুই রাকাত পড়লেই হবে? তারাবী পড়ার ক্ষেত্রেও কি করা প্রয়োজন এ ক্ষেত্রে? আমি সর্বোচ্চ চেষ্টা করার পরও মনোযোগ সামান্যয় সরলেই সন্দদেহ শুরু হয়ে যায়। আর বারবার পড়তে হয়। কিন্তু তারাবী এতো রাকাত তো পড়া সম্ভব না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ২রাকআত পড়লেই হবে। তবে ভেঙে যাওয়া বলতে আপনি কী বুঝাচ্ছেন তা স্পষ্ট নয়। ওযু নষ্ট হলে, উচ্চস্বরে হাঁসলে নামায ভাঙে। এটা তো বারবার হয় না। কোন সন্দেহের কারণে নামায নষ্ট হয় না। সাজদায়ে সাহু দিলেই হবে।