যতটুকু শুনেছি, জুমার খুতবায় ১) আল্লাহর প্রশংসা ২) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ ৩) উপস্থিত উম্মাহর প্রতি দরুদ এবং ৪) মুসলিম উম্মাহর জন্য দোয়া এই বিষয় থাকতে হবে। এটা কি ঠিক?
আমাদের মসজিদগুলিতে ২/৩ মিনিটের লিখিত খুতবা পাঠ করা হয় সেখানে এই বিষয় গুলো নেই। নসিহত ছাড়া জুমার নামাজ পড়া কি ঠিক?