As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7212

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 Mar 2025

প্রশ্ন

যতটুকু শুনেছি, জুমার খুতবায় ১) আল্লাহর প্রশংসা ২) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ ৩) উপস্থিত উম্মাহর প্রতি দরুদ এবং ৪) মুসলিম উম্মাহর জন্য দোয়া এই বিষয় থাকতে হবে। এটা কি ঠিক?

আমাদের মসজিদগুলিতে ২/৩ মিনিটের লিখিত খুতবা পাঠ করা হয় সেখানে এই বিষয় গুলো নেই। নসিহত ছাড়া জুমার নামাজ পড়া কি ঠিক?

উত্তর

আমাদের দেশের বেশীর ভাগ মসজিদগুলোতে লিখিত খুতবা পাঠ করা হয়। এটা উচিৎ নয়। তবে লিখিত খুতবাতেও উক্ত বিষয়গুলো থাকে। নসীহাও থাকে। তবে বাংলাভাষীরা আরবী ভাষার খুতবা বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। এই কারণে খুতবার আগে বেশীরভাগ মসজিদে বাংলা ভাষায় বয়ান-বক্তৃতা হয়, এটা ভালো।