As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7211

রমযান

প্রকাশকাল: 6 Mar 2025

প্রশ্ন

আজকে পিরিয়ডের ৬ষ্ঠ দিন। ৪দিন পর আর ব্লাড না দেখায় ফরজ গোসল করি তারাবির সময়ে।তখন আবার হালক ব্লাড দেখি যা ময়লা আকারের।সাহরির টাইমে ছিল না দেখে রোজা রেখেছি গোসল করে।এখন ১১টার দিকে আবার হালকা ব্লাড দেখা গেছে। ব্লাড না আসলে ময়লা। সাদা স্রাব না।ময়লা স্রাব।আমার রোজা কি হবে?

উত্তর

আপনার পিরিয়ড এখনো শেষ হয় নি। সুতরাং এই রোজাটা হবে না, নতুন করে রাখতে হবে।