আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 721

হাদীস

প্রকাশকাল: 20 জানু. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ। আমি ২টি হাদীসের পূর্ণাঙ্গ দলিল চাই। আর এই দলিল হতে হবে বাংলা অনুবাদকৃত পিডিএফ হাদীস গ্রন্থের দলিল, যাতে করে আমি সহজেই খুজে পাই। কেননা আরবী হাদীস গ্রন্থের দলিল হলে তো মিলাতে পারব না। হাদীস ২টি সংক্ষেপে লিখলাম-
১. কল্যাণের পথে আহ্বানকারীও কল্যাণকারীর সমপরিমাণ সওয়াব পাবে। ২. প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। আর এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই আমার কাছে পিডিএফ হাদীসগ্রন্থ নেই।প্রথম হাদীসটি পেতে দেখূন সহীহ মুসলিম হাদীস নং ২৬৭৪। আরবী পাঠ নিম্নরুপ: عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:مَنْ دَعَا إِلَى هُدًى، كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ، كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا দ্বিতীয় হাদীসটি পেতে দেখুন: সহীহ ইবনে খুজায়মা, হাদীস নং ১৭৮৫। মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন। আরবী পাঠ নিম্নররুপ عن جابر بن عبد الله قال: كان رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته, يحمد الله, ويثني عليه بما هو له أهل, ثم يقول:من يهد الله فلا مضل له, ومن يضلل فلا هادي له, إن أصدق الحديث كتاب الله, وأحسن الهدي هدي محمد, وشر الأمور محدثاتها, وكل محدثة بدعة, وكل بدعة ضلالة, وكل ضلالة في النار, ثم يقول:بعثت أنا والساعة كهاتين, وكان إذا ذكر الساعة احمرت وجنتاه, وعلا صوته, واشتد غضبه كأنه نذير جيش:صبحتكم الساعة ومستكم, ثم يقول:من ترك مالا فلأهله, ومن ترك دينا أو ضياعا فإلي أو علي, وأنا ولي المؤمنين