আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 719

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 জানু. 2008

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। প্রশ্নঃ আমার সাথে কয়েকজন কাদিয়ানী (আহমদী মুসলিম জামাত) ফ্রেন্ড আছে, তারা আমাকে প্রায়ই দাওয়াত দেয়। এখন কাদিয়ানীদের বাসায় ইফতার করা যাবে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে কাদিয়ানী ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুসলিম বিশ্বের সকল আলেম একমত কাদীয়ানীরা মুসলিম নয়। আর ইফতার একটি ইবাদাত। আপনি কেন একটি ইবাদতের কাজে অন্যধর্মের মানুষদের সাথে জড়াবেন? আপনি ওখানে যাওয়া থেকে বিরত থাকুন। যারা মুসলিম নয় তাদের পিছনে আবার নামায কিসের? মনে রাখবেন কাদীয়ানী একটি বিশেষ ধর্ম। সুতরাং কাদীয়ানীসহ অন্য কোন ধর্মের পিছনে মুসলমানের নামায হবে না।