আসসালামু আলাইকুম, ১। ফরজ, সুন্নত, নফল যে কোন সালাতে সালাম ফিরানোর আগে আততায়হিয়িতু, দুরুদ, দোয়া মা সূরার সাথে আর কোনো দোয়া পড়া য়ায়? যদি অন্য দোয়া পড়া যায় তাহলে কি কি পড়া যাবে, দয়াকরে হাদিসসহ জানাবেন?
২। সালাতে সূরা ফাতেহার পরে অন্য কোন সূরা মিলানোর সময় যদি কোন আয়াত বাদ পড়ে বা উচ্চারনে সমস্যা হয় বা আয়াত ওলট পালাট হলে সালাত কি বাতিল হবে, না সাহুসিজদা দিলে হবে? একই ভুল যদি আততায়হিয়িতু, দুরুদ, দোয়া মা সূরার সময় হয় তাহলে কি করতে হবে?