As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7136

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Nov 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার একটা মুরগীর ফার্ম আছে। মুরগির ডিম আমি একজন বড় ডিম বিক্রেতার কাছে বিক্রি করি। মুলত এগুলো ফাওমি মুরগীর ডিম যেটা দেখতে দেশি মুরগির ডিমের মত। কিন্তু সমস্যা হচ্ছে আমি যার কাছে ডিম বিক্রি করি তাকে আমি বলে দেই যে এগুলো ফাওমি মুরগীর ডিম, কিন্তু এগুলো ওনি মানুষের কাছে দেশী মুরগির ডিম বলে বিক্রি করে। এক্ষেত্রে কি আমার ইনকাম হারাম হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার ইনকাম হারাম হবে না। আপনার কোন পাপও হবে না। তবে যেহেতু আপনি বিষয়টি জেনেছেন যে, সে মিথ্যা বলে তাই তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে বিক্রি করা উচিত। মিথ্যাবাদীদের সাথে যে কোন লেনদেন থেকে বিরত থাকা উত্তম।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।