As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7118

গুনাহ

প্রকাশকাল: 6 Nov 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মনের মধ্যে সব সময় আল্লাহ,আল্লাহর রাসুল (সঃ) , কোরআন শরীফ,উম্মুল মুমিমীনিনদেরকে নিয়ে (নাউযুবিল্লাহ)বাজে চিন্তা আসে।একজনমুসলিম হিসেবে এগুলো আমার জন্য খুব কষ্টের।এগুলো আমাকে সব সময় যন্ত্রনা দেয়। এগুলো থেকে বেচে থাকার উপায় জানতে চাই ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সময় বেকার কাটাবেন না। সব সময় কোন কাজে ব্যস্তা থাকবেন। আর সর্বদা “আউযুবিল্লাহি মিনাশ শায়তনির রযীম” পড়তে থাকবেন। একসময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।