As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 709
আসসালামু আলাইকুম, আশা করি ভাল আছেন। স্যার, আমি একটি বিষয় জানতে চাঁই। যদি কেউ রোজা রাখার জন্য সেহেরি খেতে দেরি করে ফেলে, যেমন আযান দিতেছে তখন সে খাবার খাচ্ছে এবং আযান শেষ হবার আগে তার খাবার শেষ হয়ে গেল। এখন তার রোজা কি হবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 709

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আশা করি ভাল আছেন। স্যার, আমি একটি বিষয় জানতে চাঁই। যদি কেউ রোজা রাখার জন্য সেহেরি খেতে দেরি করে ফেলে, যেমন আযান দিতেছে তখন সে খাবার খাচ্ছে এবং আযান শেষ হবার আগে তার খাবার শেষ হয়ে গেল। এখন তার রোজা কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সেহরীর শেষ সময় হলো সুবহে সাদিক উদিত হওয়া। মুয়জ্জিন সাহেব সঠিক সময়ে আযান দেন তাহলে সুবহে সাদিক উদিত হওয়ার পরে দিবেন। তখন খেলে রোজা হবে না তবে সারাদিন কিছু খাওয়া যাবে না। এবং পরে কাজা করতে হবে,কাফফারা করতে হবে না।