As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 7089
আস-সালামু আ’লায়কুম, শাইখ। কাযা রোযা রেখে তা ইচ্ছা করে ভেঙে ফেললে কী কাফফারা ওয়াজিব হবে?
ওয়া আলাইকুমুস সালাম। না, কাযা রোজা রেখে ভাঙলে কাফফারা ওয়াজিব হয় না। শুধু রমজান মাসে রোজা রাখার পর ইচ্ছাকৃত ভাঙলে কাফফারা ওয়াজিব হয়।