ক্যাটাগরি
প্রশ্নোত্তর 7071
আস-সালামু আলাইকুম। শায়েখ, আমি জানতে চাচ্ছি যে, আমার অনেক সময় রাস্তার পাশের সরকারি জমির বরই গাছের বরই খাই। এটা কী বৈধ হবে?
ওয়া আলাইকুমুস সালাম। সরকারী গাছের ফর খেতে সরকার থেকে কোন নিষেধাজ্ঞা যেহেতু নেই সুতরাং খাওয়া বৈধ হবে।