As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7062

প্রশ্ন

আমার যখন দ্বীন সম্পর্কে জ্ঞান ছিলো না ,তখন অনেক খারাপ কাজে লিপ্ত ছিলাম ,তার মধ্যে একটা বিষয় জানার ছিলো সেটা হলো । অনেক সময় অশ্লীল ভিডিও দেখা হতো বিভিন্ন স্যোস্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে এবং সেখানে আমি নিজেও খারাপ ভিডিও শেয়ার করতাম,যখন বুঝতে পারলাম এগুলা দেখা হারাম , তখন এটা থেকে বেরিয়ে আসলাম ( বি: দ্র: এই খারাপ ভিডিওগুলা দেখতাম ফেক আইডি থেকে ) এবং ওই আইডি গুলা ডিএক্টিভেট করে দিলাম এমনভাবে যাতে ঐ আইডিতে আর চাইলেও ঢুকতে না পারি । এখন আমার মনে হচ্ছে ঐ আইডিতে যে খারাপ ভিডিও শেয়ার করা ওইগুলা তো এখনও অনেকেই দেখছে আর এটার জন্য তো আমার আমলনামায় ও গুনাহ যুক্ত হচ্ছে ,কিন্তু আমি তো ঐ ভিডিওগুলা রিমুভও করতে পারছি না যেহেতু আইডিতে আমি আর ঢুকতে পারছি না । এখন আমার প্রশ্ন হচ্ছে কীভাবে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি? আশাকরি আমাকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করবেন। এটার জন্য আমি মানসিকভাবে ভেঙে পড়ছি ও ইবাদতে মন দিতে পারছি না।

উত্তর

যদি ভিডিওগুলো মুছে দেয়া সম্ভব হয় মুছে দিবেন। সম্ভব না হলে তওবা করে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে।