As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7060

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। আমার এই প্রশ্নটির উত্তর দিয়ে সহযোগিতা করুন দয়া করে। আমার বয়স ২৪ বছর।আমার মনে কোনো কুচিন্তা,খারাপ উদ্দেশ্য না থাকলেও মেয়ে মানুষ আমার সামনে পড়লেই আমার যৌন অনুভূতি হয় যা আমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি না। এছাড়াও সময়ে অসময়ে লিঙ্গে অনুভূতি চলে আসে।আর আমার সমস্যা হলো যত সামান্য অনুভূতিই হোক না কেনো আমার মোযি/লিঙ্গের মাথায় সামান্য পানি নির্গত হয়।এজন্য আমার পূর্ণ ইচ্ছা থাকলেও আমি নামাজ পরতে পারি না।সারাদিনে কতবার আমি কাপড়ে পানি ছিঁটা দিবো আর লিঙ্গ ও লিঙ্গের আশপাশে ধৌত করবো এসব ভাবলেই আমার কান্না পায়।আবার নামাজ পরতে পারছি না দেখেও সারাক্ষণ ভয় আর হতাশা কাজ করে।আমি এখন কী করবো আমাকে বলুন দয়া করে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায তো পড়তে হবেই। শুধু নামাযের সময় আপনি পবিত্র হয়ে পবিত্র কাপড়ে নামায আদায় করবেন।সারা দিন কাপড় শরীর ধোয়া লাগবে না। আর একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।