As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7040

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 Sep 2024

প্রশ্ন

আমি যদি আমার বউকে ভয় দেখিয়ে ভাল পথে আনার জন্য কাজীর কাছে কাগজে ডিভোর্স দেই। কিন্ত মুখে না তালাক উচ্চারন না করি বা মন থেকে ডিভোর্স না দেই। তবে ডিভোর্স হবে?

উত্তর

ভয় দেখানোর জন্য এই কাজ করার কোন প্রয়োজন নেই। এই সব অযাচিত কাজ করতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা আছে।   সুতরাং কোন ক্রমেই তালাক/ ডিভোর্স এই সব শব্দ চিন্তায় নিয়ে আসবেন না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।