ক্যাটাগরি
প্রশ্নোত্তর 7033
আস-সালামু আলাইকুম, মায়ের দুধ খাওয়া বাচ্চার অল্প বের হয়ে আসা বমি লাগলে এইটার কি কোন মাসয়ালা আছে শায়খ?
ওয়া আলাইকুমুস সালাম। বমি লাগলে ধুয়ে ফেলতে হবে। বমিসহ নামায পড়া যাবে না। আর যদি একদম কম হয়, দুই চার ফোটা পানি এমন হয় তাহলে না ধুলেও সমস্যা নেই।