As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7030

প্রশ্ন

“আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগ না রমজান” হাদিসটি কী সহীহ এবং এর উপর আমল করা যাবে।

উত্তর

এই হাদীসটির অর্থ আল্লাহ রজব ও সাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং অমাদের রমজান পর্যন্ত পৌছে দিন। এই দুআটি যে হাদীসে এসেছে সেই হাদীসটি দূর্বল। সহীহ নয়।

তবে যে কোন মুসলিমের এই দুআ করতে কোন সমস্যা নেই যে, আল্লাহ আমাকে রমাজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখুন।