As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7011

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আসলে আমি জানতে চাচ্ছিলাম যে, আমার স্ত্রী কি কনডম পরিহিত অবস্থায় আমার পুরুষাঙ্গ মুখে নিতে পারবে?এটা কি জায়েজ হবে? কারন এতে তো আর আমার লিংগ সরাসরি আমার স্ত্রীর মুখে লাগছে না। দয়া করে জানাবেন। আসলে আমার ইদানীং কেন যেন এইটা করতে অনেক ভালো লাগে।এইটা না করলে কেন যেন সহবাস করে ভালো লাগে না। তখন অনেক সময় মনে ওয়াস ওয়াসা আসে পর্নোগ্রাফি দেখি। তাই দয়া করে আমাকে জানাবেন প্লিজ

উত্তর

ওয়া আলাইকুমুস সালমা। এগুলো নোংরা কাজ। হাদীসে এই বিষয়ে স্পষ্ট কিছু নেই। সম্ভবত সে সময় এই ধরণের কোন কিছুর অস্তিত্ব ছিল না। এটা উচ্চরুচিবোধ এবং উত্তম চরিত্রের সম্পূর্ণ বিপরীত কাজ। সুতরাং এই ধরণের অরুচিকর বিষয় থেকে বিরত থাকা আবশ্যক। 

বিস্তারিত জানতে